রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দোশিয়া গ্রামে সোমবার (১৩মে) তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষক পযার্য়ে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় কৃষক রুহুল আমিন (চোখা)র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি মনিটরিং কর্মকর্তা এস,এম গোলাম সারোয়ার,উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, বীজ প্রত্যয়ন কর্মকর্তা তাপস কুমার রায়। এছাড়াও আরো বক্তব্য রাখেন কৃষি উপ-সহকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও আনোয়ার হোসেন, কৃষক ফয়জুল ইসলাম ও আকতারুল ইসলাম প্রমুখ।