পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকেলে শহরের পূর্ব চৌরাস্তায় উদীচী শিল্পীগোষ্ঠি পীরগঞ্জ উপজেলা শাখা এ আয়োজন করেন। এতে উপস্থিত ছিলেন উপজেলা উদীচির সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নিরঞ্জন রায়, সহসভাপতি আসাদুজ্জামান, দেলওয়ার হোসেন দুলাল সরকার, যুগ্ম সম্পাদক সাগর রায়, সাংগঠনিক সম্পাদক মিলন, সাংস্কৃতিক সম্পাদক কৃষ্ণ কান্ত রায়, কোষাধ্যক্ষ মনোরঞ্জন রায়, কার্যনির্বাহী সদস্য দীপেন রায়, তারেক হোসেন প্রমূখ। এ সময় উদীচি শিল্পীগোষ্ঠীর সদস্যরা ভাষা শহীদের স্মরণে বিভিন্ন মনোমুগ্ধকর দেশাত্ববোধক সঙ্গীত পরিবেশন করেন।