হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: কাতার ভিত্তিক শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও স্থানীয় মানুষের অর্থায়নে ও বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রউফ এর উদ্যোগে ঠাকুরগাঁওয়ের হরিপুরে নির্মিত দৃষ্টি নন্দন দেহট্র মধ্যপাড়া জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পরে মসজিদটির উদ্বোধন করেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এটিএন বাংলা’র ভাষ্যকার শেখ জালাল উদ্দীন, সাবেক ইউপ চেয়ারম্যান মমিনুল ইসলাম এডিশন, হরিপুর মডেল মসজিদের পেশ ইমাম মুফতি মাসুদুর রহমান, আফজাল হোসেন ও সাকেরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিগন।
উল্লেখ দৃষ্টি নন্দন দেহট্র মধ্যপাড়া জামে মসজিদের মোট ব্যয় হয় ১৭ লাখ ৫০ হাজার টাকা। কাতার ভিক্তিক শারজাহ্ চ্যারিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন দেন ১১ লাখ টাকা বাকি সাড়ে ৬ লাখ টাকা স্থানীয় জনগনের।