বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের তরুণ সমাজের আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেলে দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে লুৎফর রহমান মাস্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০নং মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিনুর রহমান শাহীন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. তাইজুল ইসলাম, দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান দুলাল, উপজেলা রিক্সা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মোনায়েম মিঞা, ইউপি সদস্য এনামুল হক, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. আমিনুর ইসলাম ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মারুফ হোসেন রনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন শেখ রিপন ও এস কে সুজন।পরে ক্রিকেট টুুুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রার্নাস দলের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী।