তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
৭ মার্চে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ। সে ভাষণে মুক্তিযুদ্ধে যাওয়ার প্রবল উজ্জীবিত করে তুলেছিল এদেশের স্বাধীনতাকামী বাঙালিদের। ৭ই মার্চের ভাষণ ও মুক্তিযুদ্ধকে উপজীব্য করে ‘ভাষণ’ নাটক মঞ্চস্থ হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। বৃহস্পতিবার সন্ধায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরের খোলা মঞ্চে মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলায় এই নাটক মঞ্চস্থ হয়।
ইম্প্রোভাইজেশনের মাধ্যমে নাটকটি নির্দেশনা দিয়েছেন সরকার হায়দার। নাটকটি তেঁতুলিয়া থিয়েটারের তৃতীয় প্রযোজনা। এতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম। তাঁর অভিনয়ে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌহিদুল ইসলাম, ফেরদৌস আলম লিটন, রমজান আলী, সাইফুল ইসলাম এবং শিশু শিল্পী রোজ।
নাটকটির সহ নির্দেশনায় ছিলেন বদিউজ্জামান মিলন। আবহ সঙ্গীত পরিচালনা করেন আনোয়ার হোসাইন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কাজী মতিউর রহমান। নাটকটি দর্শক মহলে আলোড়িত সৃষ্টি করেছে। সেই সাথে এরকম নাটক নির্মাণে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানরাসহ সাংস্কৃতিকমনা নাগরিকমহল আহবান করেছেন। তারা বলছেন, এরকম নাটক নির্মিত হলে নতুন প্রজম্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত হবে।# ১৮/০৩/২০২২