বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন সপ্তাহের ব্যবধানে বেড়েছে শাক-সবজি, মাছ,মাংস, তেল,চাউল,চিনিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। তবে কিছু কিছু পণ্যের দাম অস্থিতিশীল থাকলেও গরুর ও খাসির মাংসের দাম কেজিতে ৬০-৭০ টাকা বেড়েছে। বৃহস্পতিবার বীরগঞ্জ পৌরসভা ও উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছে চরম বিপাকে। ফলে দাম নিয়ে চাপা ক্ষোভ বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে। পৌরশহরের বাজার ঘুরে জানা যায়, ফুলকপি ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহের ব্যবধানে ৫ টাকা বেশি। লাউ ৫ টাকা বেড়ে ৩৫ টাকা পিচ,বেগুন ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিল ৩৫ টাকা কেজি,কাঁচা মরিচ সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়,করলা কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা,পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৪০ টাকা,পটল ৬০টাকা,ঢেঁড়স ৬০ টাকা, শসা কেজিতে ১০ টাকা বেড়ে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাছের বাজার ঘুরে দেখা যায়, বড় ইলিশ কেজিতে ২০০ টাকা বেড়ে ১৪ শত টাকা কেজিতে বিক্রি হচ্ছে। রুই মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫০-২৬০ টাকা,এছাড়াও খোলা সয়াবিন তেল কেজিতে ১৫০ টাকা, লিটার সয়াবিন তেল ১৭০ টাকা এবং চিনি ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল ডিম প্রতি হালি ৪ টাকা বেড়ে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে এবং সাদা ডিম ৩৮ টাকা হালি বিক্রি হচ্ছে। পৌরশহরের বলাকা মোড় এলাকার দোকানদার মোঃ হাফিজুর রহমান জানান,প্রয়োজনের তুলনায় আমদানি কম থাকায় নিত্যপ্রয়োজনের মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যের ঊর্ধ্বগতি হওয়ায় খেটে খাওয়া দিনমজুর মানুষের কষ্টের শেষ নেই। সারাদিন যে কয়েক টাকা আয় রোজকার হয়। তা দিয়ে সংসার চালাতে হিমসিম খেতে হচ্ছে।