বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে ২০২১-২২ অর্থবছরে খরিপ -১আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও সমন্বিত ব্যবস্থাপনায় মাধ্যমে কৃষি যন্ত্রিকীরণ প্রকল্পের আওতায় অর্ধেক ভুর্তকিতে ১টি কম্বাইন হার্ভেস্টার উপজেলার ১জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে। যার একটির দাম প্রায় ৩৫ লাখ টাকা।সোমবার (১১ এপ্রিল -২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস কার্যালয়ে কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজা মো.আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর -১(বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর। এসময় বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রতন ঘোষ পীযূষ, উপজেলা রিকশা -ভ্যান চলক ইউনিয়নের উপদেষ্টা মো.মনোয়েম মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ২০২১-২০২২ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫শ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন মনোরঞ্জন শীল গোপাল এমপি। এতে একজন কৃষক পাবে ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। এমপি গোপাল তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষিতে একটা বিপ্লব সাধিত হয়েছে। অত্যাধুনিক যন্ত্র সরবরাহ প্রদান ও কৃষিতে ভর্তুকি প্রদান এবং কৃষকদের প্রণোদনা দিচ্ছেন। সবমিলিয়ে কৃষি স্বাবলম্বী হওয়ার পিছনে অবদান হচ্ছে শেখ হাসিনা।