পীরগঞ্জ প্রতিনিধি ঃ পাপ মুক্ত হয়ে পূণ্য লাভের আশায় সনাতন ধর্মালম্বীদের পূণ্যস্নান উৎসব হয়েছে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে। শ্রী শ্রী শ্বশান কালি পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গন নদীর সতির ঘাটে শুক্রবার ভোর থেকে এ উৎসব শুরু হয়। পাপ থেকে মুক্তি লাভের আশায় শত শত পূণ্যার্থী এ নদী ঘাটে ভীড় জমান এবং স্নান সহ নানা পূজা অর্চনায় অংশ নেন। পূন্যার্থী ছাড়াও দূরদূরান্ত থেকে সাধু সন্যাসীরাও যোগ হন এখানে। বসে মিলন মেলা। পুরোজিত বিজয় চক্রবর্তী বলেন, পাপ থেকে মুক্তি এবয় প্রয়াত ব্যক্তির স্বর্গ গমন কামনায় এ পূণ্য¯œান। এটির মাধ্যমে পাপ মুছে যায় এবং শ্রাদ্ধ পিন্ডির মাধ্যমে প্রয়াত ব্যক্তির আতœা স্বর্গে গমন করেন। এটি একটি ধর্মীয় উৎসব।
এ উৎসবকে কেন্দ্র করে সেখানে মেলা বসে। রকমারী পন্যের পসরা সাজিয়ে বসেন দোকানীরা। এছাড়াও কীর্তনেরও আয়োজন করা হয় এ উৎসবে।
আয়োজক কমিটির সভাপতি শঙ্কর রায় জানান, পাপ মোচনের উদ্দেশ্যে নিজেকে ধুয়ে মুছে পরিশুদ্ধ করতেই প্রতিবছরের বছরে এই সময়টাতে এখানে এই উৎসবের আয়োজন করা হয়।