এসএম মশিউর রহমান সরকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি: আজ ১৭ এপ্রিল রবিবার সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে মুজিবনগর দিবস, মাসিক আইনশৃংখলা, নাশকতা ও উন্নয়ন সম্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাংসদ আলহাজ্ব মো.দবিরুল ইসলাম।
উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল এবং উপজেলা নিবার্হী অফিসার মো. যোবায়ের হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ খায়রুল আনামসহ সকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক গণ উপস্থিতি ছিলেন।