বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভার উদ্যোগে অাজ ২৪ এপ্রিল রবিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেতাবগঞ্জ পৌর ভবনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর মেয়র মোঃ আসলাম।
এসময় আব্দুর রৌফ চৌধুরী ফান্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, নিবার্হী প্রকৌশলী ভরত চন্দ্র পাল, বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল হাসান, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, সহ-সভঅপতি আব্দুল মান্নান, মোঃ শাহ নেওয়াজ, মোঃ জাকিউর রহমান, সমির রঞ্জন ধর, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ অধ্যাপক আবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম আজাদ,অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, কোষাধ্যক্ষ ও বিশিষ্ঠ শিল্পপতি মোঃ আব্দুল হানান, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, সহ-দপ্তর সম্পাদক মোঃ আকতারুজ্জামান সজীব, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম খন্দকার কায়সার, যুব লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের পুর্বে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।