পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরে বাজার দোকান মালিক সমিতির অর্থায়নে তিনটি এপ্রোচ সড়ক সংস্কার করা হয়েছে। বুধবার দুপুরে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক এর সংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় বাজার দোকান মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান নান্নু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সাধারণ রেজওয়ানুল হক বিপ্লব, পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম, রশিদুল ইসলাম ও মোঃ মিলন, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা আ’লীগ নেতা জুয়েল, সবুর আলম, তমাল সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব জানান, এপ্রোচ সড়ক ভাল না হওয়ায় কাপড় পট্টি বাজার হতে আহলে হাসিদ মসজিদ ও সমবায় সুপার মার্কেটের উভয় পাশের রাস্তা দিয়ে বঙ্গবন্ধু সড়কে(মেইন রোডে) উঠতে এবং নামতে সাধারণ মানুষের নানা ধরণের সমস্যা হচ্ছিল। এ সমস্যা থেকে উত্তরণে দোকান মালিক সমিতির নিজস্ব অর্থে বঙ্গবন্ধু সড়কের সাথে ঐ তিনটি রাস্তার এপ্রোচ সড়ক সংস্কারের উদ্যোগ নেয়া হয়।