শুক্রবার , ১৬ জুলাই ২০২১ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে কোরআন খতম ও দোয়া

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২১ ৯:০৭ অপরাহ্ণ

মো: মারুফ হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা জাতীয় পার্টি কার্যালয়ে কোরআন খতন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রংপুরস্থ পল্লী নিবাস মাজারে পল্লীবন্ধুর মাজারে শ্রদ্ধাঞ্জলী প্রদান করা হয়।
মৃত্যুবাষির্কী উপলক্ষে জেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের পাশাপাশি প্রতিটি উপজেলা, প্রতিটি ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরী, সহ সভাপতি হাবিবুর রহমান হাবিব, যুগ্ম সম্পাদক সালেকুল হক টুলু, মমতাজুল হক মন্তা, সিদ্দিকুর রহমান, যুব সংহতির সভাপতি আতিকুর রহমান দুলাল, রফিকুল ইসলাম শ্যামল, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের জীবনী ও দেশের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত