বুধবার , ১১ মে ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১১, ২০২২ ৮:১৯ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
তেঁতুলিয়ায় কাঁচা চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলায় চা চাষীদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। মানববন্ধনে জেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র চা চাষী অংশ নেয়।

সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, এডভোকেট আজিজার রহমান, জেলা কৃষকলীগের সদস্য সচিব মাসুদ করিম, আব্দুল মতিন, রিয়াজুল মোল্লা, যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, আতাউর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বাসেত প্রমুখ। এছাড়াও উপজেলার সাধারণ ও ক্ষুদ্র চা চাষী ও গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কারখানা মালিক ও কিছু সংখ্যক অসাধু ব্যক্তিদের সিন্ডিকেটের কারণে চা পাতার দাম ১১/১২ টাকায় এসেছে। তার মধ্যে ১৫-২০% পর্যন্ত কারখানাগুলো কর্তন করে নিচ্ছে। এই মূল্যে সার, মুজুরী দাম মিলিয়ে প্রতি কেজি চা পাতার খরচ ১৪ টাকার মতো পড়ে। যার কারণে ঘর থেকে এখন লোকসান গুনতে হচ্ছে। চা পাতার দামতো নাই-তার মধ্যে বাজারে পটাশ সার পাওয়া যাচ্ছে না। কারখানা মালিকদের গভীর ষড়যন্ত্রে এলাকার কিছু প্রভাবশালী অসাধু চা চাষী এবং চা ব্যবসায়ী হাত মিলিয়েছে। তাদের চা পাতার দাম মিললেও আমাদের মতো ক্ষুদ্র চা চাষীদের চা পাতার ন্যায্য মূল্য মিলছে না।

প্রধান অতিথি আব্দুল লতিফ তারিন বলেন, চা পাতার দরপতন রোধ, কারখানা কর্তৃক চা পাতার ওজন কর্তন বন্ধ, সরকারিভাবে চা প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন, অকশন মার্কেট বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা কারখানায় গিয়ে খবর নিবেন। তারা ভালো চা পাতা রাতের অন্ধকারে যাতে ভালো পাতা অকশন মার্কেটের বাইরে বিক্রি করতে না পারে। আপনারা কৃষকদের দুর্দশার কথা তুলে ধরবেন। চা শিল্প উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনেক। # ১১/০৫/২০২২

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

বীরগঞ্জে ভাবকী খ্রীস্টান প্রাথমিক বিদ্যালয় ভবনের শুভ উদ্বোধন

পাকেরহাটে ছাত্রলীগের বৃক্ষরোপণ

কাহারোলে দুস্থ’ শীতার্তদের মাঝে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র

আগামী বছরের জুনের মধ্যে চালু হবে পদ্মা সেতু: সেতুমন্ত্রী

পীরগঞ্জে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ

অনাহারী, অসহায়দের খাবার পৌঁছে দিচ্ছেন বীরগঞ্জের সোহেল আহমেদ

ঠাকুরগাঁও জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে প্রতিবেদন প্রকাশ

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ১৭ জানুয়ারির সম্মেলন স্থগিত

রাণীশংকৈলে স্বেচ্ছাসেবক লীগের ১৭ জানুয়ারির সম্মেলন স্থগিত

ঠাকুরগাঁওয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের সমাপনী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান