বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: করোনার মহামারীতে বিভিন্ন পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ জন্য সরকারি-বেসরকারি ছাড়াও ব্যক্তি পর্যায়ে অনেকে সাহায্য-সহযোগিতায় হাত বাড়িয়েছেন। কেউ নীরবে আবার কেউ প্রকাশ্যে এসব সাহায্য করছেন। দিনাজপুরের বীরগঞ্জসহ বিভিন্ন সড়কের পাশে, রেলস্টেশনে, বাজারের কোনে ছাড়াও বিভিন্ন এলাকায় ভবঘুরে, পথের ছিন্নমূল বা পাগল প্রকৃতির মানুষগুলোর খোঁজ আমরা নিচ্ছি তো? এসব মানুষকে খুঁজে বের করে করোনাকালে নীরবে মাস্কসহ খাবার সামগ্রী বিতরণ করছেন, নিজেই মাইলের পর মাইল পাড়ি দিয়ে পৌঁছে দিচ্ছেন, বীরগঞ্জ উপজেলার তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক সোহেল আহমেদ। কখনো তার সঙ্গী হতে দেখা গেছে তার স্ত্রীকেও। শুধু মানুষই নয়, রাস্তার না খাওয়া কুকুরগুলোর কাছেও খাবার পৌঁছে দিচ্ছেন সোহেল আহমেদ। যার কাছে মানুষের আলাদা কোনো পরিচয় নেই। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বীরগঞ্জ উপজেলা থেকে দিনাজপুর সদর পর্যন্ত মহাসড়কসহ আশপাশের ওইসব অসহায় মানুষের কাছে নিজ মোটরসাইকেল যোগে সাধ্যমতো খাবার সহযোগিতা অব্যাহত রেখেছেন তিনি। সেবা যেন তার নেশায় পরিণত হয়েছে । জানা যায়, বীরগঞ্জ তথা দিনাজপুর জেলার অনেক প্রতিবন্ধী, বিধবা, সাঁওতাল, আদিবাসী, সুইপার এমন কি রাস্তার পাগলদের কাছে প্রিয় একটি নাম ‘সোহেল ভাই’। তিনি যেন এই মানুষগুলোর বেঁচে থাকার স্বপ্ন, আশার প্রদীপ। টাকার অভাবে লেখাপড়া বন্ধ, আর্থিক অভাবে বাল্যবিয়ে, সেবাবঞ্চিত, আর্থিক অভাবে সংসার চলে না, এ ধরনের যে কোনো মানুষের পাশে নিজে গিয়ে সাধ্যমতো পাশে দাঁড়ানোই যেন তার প্রতিনিয়ত কাজ। প্রায় দুই-যুগের বেশি সময় ধরে এভাবেই সহযোগিতা চালিয়ে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা সোহেল আহমেদ।