রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল বিশাল নামে (১০) বছরের এক শিশুর। বৃহস্পতিবার ( ১২মে) রাণীশংকৈল উপজেলার নেকমরদ-কাতিহার সডকের ফুটানি টাউন বাজারের পশ্চিম পার্শ্বে গোগরা ব্রীজে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু বিশাল উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের ঢাংঢাং পাড়া গ্রামের হরেনের ছেলে। এলাকাবাসি জানান দুপুরে বিশাল ব্রীজের পশ্চিম দিক থেকে বাইসাইকেলে আসছিল, পিছন থেকে আসা ইট বোঝাই মহিন্দ্রা ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বিশাল মৃত্যুবরণ করেন। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।