রবিবার , ১৫ মে ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সামান্য বৃষ্টিতেই যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা !

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ১৫, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠের পানিনিষ্কাশনের জন্য সুষ্ঠু ব্যবস্থা নেই। এ কারণে সামান্য বৃষ্টিতেই মাঠে জলাবদ্ধতা দেখা দেয়।
শনিবার (১৪ মে ) দুপুর ১ টায় সরেজমিনে গিয়ে দেখা যায়,যাদুরাণী উচ্চ বিদ্যালয় মাঠে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে৷ বিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে হলে হাঁটু সমান পানি ডিঙ্গিয়ে বিদ্যালয়ে প্রবেশ করতে হয়৷
এই সমস্যা সমাধানে মাঠটিতে মাটি ভরাট করে উঁচু করার দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন৷

জানা যায়, ১৯৫৯ খ্রিঃ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়৷ বিদ্যালয়য়ে কয়েকটি শ্রেণী কক্ষ সহ একটি ভবন রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ৫২০ জন। শিক্ষক রয়েছেন ১৫ ও কর্মচারী ৬ সহ মোট ২১ জন স্টাফ রয়েছে । এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই জিএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলাধুলায়ও।

কিন্তু বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না। সামান্য বৃষ্টি হলেই মাঠসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়।
যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরজু বলে, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা করা যায় না। একটু বৃষ্টি হলেই বিদ্যালয় থেকে রাস্তায় যাওয়া যায় না।

যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন ,বিদ্যালয় মাঠে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুষ্পকে জানিয়েছি৷

হরিপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,উদ্দ‍্যেগ নিয়ে মাঠটি ভরাট করতে হবে৷ এই মুহূর্তে যেহেতু মাঠে জলাবদ্ধতা রয়েছে৷সে কারণে কিছুদিন পরেই মাঠটি মাটি দিয়ে ভরাট করে উঁচু করতে হবে৷
এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা বলেন, বিদ্যালয়ের মাঠ ভরাটসহ জলাবদ্ধতা দূরীকরণের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি উপজেলা নিবার্হী অফিসার বরাবরে আবেদন করে তাহলে বিষয়টি আলোচনা করে সমাধান করা হবে৷

এ বিষয়ে জানতে শনিবার( ১৪ মে ) দুপুর ২ টা ৫৮ মিনিটে হরিপুর উপজেলা নিবার্হী অফিসার আব্দুল করিমের মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি৷

সর্বশেষ - ঠাকুরগাঁও