ঠাকুরগাঁও প্রতিনিধি\ ঠাকুরগাঁও সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় চার বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বান্দিগড় ইউনিয়নের দানারহাট গ্রামের বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. আনাস। সে ওই গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে এক প্রতিবেশী ব্যাটারিচালিত অটোরিকশা রেখে যান। খেলতে খেলতে শিশু আনাস সেই অটোরিকশায় ওঠে এবং গাড়ির চাবি ঘুরিয়ে চালু করার চেষ্টা করে। এতে অটোরিকশাটি হঠাৎ চলতে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এ সময় আনাস গাড়ির নিচে চাপা পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের মেডিকেল অফিসার মো. নুরুজ্জামান বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।