বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন ও ব্যবহার এবং তামাকের বর্জ্য পরিবেশের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২২ উদযাপন উপলক্ষে
দিনাজপুরের বীরগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মে -২০২২) সকালে তামাক ক্ষতিকরের বিষয়ে জনসাধারণ এবং নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টোব্যাকো থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি র্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ ওসমান গনি, বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার কবিরাজ, উপজেলা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর,নিরাপদ খাদ্য পরিদর্শক ফরিদ বিন ইসলাম প্রমুখ। এসময়
সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
বাংলাদেশের প্রায় ৩১ শতাংশ বন-নিধনের জন্য তামাক দায়ী এবং তামাক চাষে ব্যবহৃত অতিরিক্ত কীটনাশক ও সার বৃষ্টির পানিতে ধুয়ে জলাশয়ে মিশে দেশের মৎস্য উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করছে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী ইতোমধ্যে হুমকির মুখে পড়েছে। এ ছাড়া সিগারেটের ফেলে দেয়া ফিল্টার পরিবেশ দূষণের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।