বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় পৌরসভা পর্যায়ে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল শনিবার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়। বোদা পৌরসভার আয়োজনে পৌর মেয়র আলহাজ¦ আজাহার আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুর, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী বর্মন, পৌর আওয়ামীলীগের সভাপতি এমতিয়াজ হোসেন মির্জা, সাধারণ সম্পাদক আফছারুল ইসলাম, পৌর কাউন্সিলার খাদেমুল ইসলাম, আব্দুল মালেক প্রমুখ।