হাকিমপুর সংবাদদাতা \ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে চাঁদা আদায় করে সড়কের সংস্কার কাজ চলছে। ইজিবাইক সমিতির কয়েকজন সদস্য এই খানাখন্দে ভরা সড়কটির সংস্কার করছেন।
সোমবার বিকালে উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, বোয়ালদাড় বাজারের সড়কটির বেহাল দশা। ইউনিয়ন পরিষদ থেকে বাজার পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়কটি। এটি একটি ব্যস্ততম সড়ক।
গত কয়েকদিন আগে বাজারের পূর্বে শেষের সড়কের স্থানে গভীর খাদের সৃষ্টি হয়। অনুপযোগী হয়ে উঠে সড়কটিতে চলাচলের ছোট-বড় সব যানবাহনসহ পথচারীদের। বিশেষ করে বিপাকে পড়েন এ সড়ক দিয়ে যাতায়াত করা সব অটো ইজিবাইক চালকরা। তারা যাত্রীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি এ সড়ক সংস্কারের। পরে ইজিবাইক সমিতির কয়েকজন চালক নিজ উদ্যোগে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সব যানবাহন থেকে চাঁদা তুলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করছেন।
ইজিবাইক চালক এখলাস হোসেন জানান, হিলি থেকে দলারদর্গা পর্যন্ত এই সড়কে আমরা অটো ইজিবাইক চালায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট-বড় গাড়ি যাতায়াত করে থাকে। বোয়ালদাড় বাজারে এখানে সড়কটির কয়েকটি স্থানে ভেঙে গেছে। কয়েক দিন যাবত এই স্থানে দিয়ে সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানকার স্থানীয় বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন মাসখানেক আগে ৫০০ ইট দিয়েছি, বিষয়টি পরে দেখা হবে। আমরা গরিব মানুষ পরে কবে সড়কের সংস্কার করবেন তিনি। নিরুপায় হয়ে আমরা নিজেরাই ইটভাটা থেকে আদলা ইট নিয়ে এসে খানাখন্দগুলো ভরাট করছি। প্রায় ১১ হাজার টাকার উপরে খরচ হয়েছে। তাই বিভিন্ন যানবাহনের কাছ থেকে ১০-২০ টাকা করে তুলছি।
হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ দিন আগে সড়কটি সংস্কারের জন্য ৫০০ ইট দিয়েছিলাম। পরে বিষয়টি দেখা হবে।