বুধবার , ১৫ জুন ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদা তুলে সড়ক সংস্কার কাজ করা হচ্ছে যেখানে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ১৫, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

হাকিমপুর সংবাদদাতা \ দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে চাঁদা আদায় করে সড়কের সংস্কার কাজ চলছে। ইজিবাইক সমিতির কয়েকজন সদস্য এই খানাখন্দে ভরা সড়কটির সংস্কার করছেন।
সোমবার বিকালে উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে গিয়ে দেখা যায়, বোয়ালদাড় বাজারের সড়কটির বেহাল দশা। ইউনিয়ন পরিষদ থেকে বাজার পর্যন্ত খানাখন্দে ভরা এই সড়কটি। এটি একটি ব্যস্ততম সড়ক।
গত কয়েকদিন আগে বাজারের পূর্বে শেষের সড়কের স্থানে গভীর খাদের সৃষ্টি হয়। অনুপযোগী হয়ে উঠে সড়কটিতে চলাচলের ছোট-বড় সব যানবাহনসহ পথচারীদের। বিশেষ করে বিপাকে পড়েন এ সড়ক দিয়ে যাতায়াত করা সব অটো ইজিবাইক চালকরা। তারা যাত্রীদের নিয়ে চরম ভোগান্তিতে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করেও কোনো লাভ হয়নি এ সড়ক সংস্কারের। পরে ইজিবাইক সমিতির কয়েকজন চালক নিজ উদ্যোগে ওই সড়ক দিয়ে যাতায়াতকারী সব যানবাহন থেকে চাঁদা তুলে সড়কটি সংস্কারের ব্যবস্থা করছেন।
ইজিবাইক চালক এখলাস হোসেন জানান, হিলি থেকে দলারদর্গা পর্যন্ত এই সড়কে আমরা অটো ইজিবাইক চালায়। এছাড়াও বিভিন্ন ধরনের ছোট-বড় গাড়ি যাতায়াত করে থাকে। বোয়ালদাড় বাজারে এখানে সড়কটির কয়েকটি স্থানে ভেঙে গেছে। কয়েক দিন যাবত এই স্থানে দিয়ে সব যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এখানকার স্থানীয় বোয়ালদাড় ইউনিয়ন চেয়ারম্যানের কাছে গিয়েছিলাম, তিনি বলেছেন মাসখানেক আগে ৫০০ ইট দিয়েছি, বিষয়টি পরে দেখা হবে। আমরা গরিব মানুষ পরে কবে সড়কের সংস্কার করবেন তিনি। নিরুপায় হয়ে আমরা নিজেরাই ইটভাটা থেকে আদলা ইট নিয়ে এসে খানাখন্দগুলো ভরাট করছি। প্রায় ১১ হাজার টাকার উপরে খরচ হয়েছে। তাই বিভিন্ন যানবাহনের কাছ থেকে ১০-২০ টাকা করে তুলছি।
হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম জানান, ২০ থেকে ২৫ দিন আগে সড়কটি সংস্কারের জন্য ৫০০ ইট দিয়েছিলাম। পরে বিষয়টি দেখা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঢাকায় হয়ে গেল পীরগঞ্জবাসীর চড়ুইভাতি উৎসব

বাংলাবান্ধা স্থলবন্দরে দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ

পার্বতীপুরের বয়ষ্ক শিক্ষার্থী হাবিবুর রহমানের স্বপ্নজয় বন্ধুমেলায় বিপুল সংবর্ধনায় বরণ

জেলা পরিষদ নির্বাচনে ছক্কা হাকাতে চান সদস্য প্রার্থী মশিউর

জেলা পরিষদ নির্বাচনে ছক্কা হাকাতে চান সদস্য প্রার্থী মশিউর

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি জিয়া হত্যার রাজনীতি শুরু করেন ——দিনাজপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

এম আব্দুর রহিম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলায় বিজয়ী ইউনিয়ন স্পোর্টিং ক্লাব ফাসিলাডাঙ্গা

তৃণমূল পর্যায়ে দেশের সর্ব প্রান্তে আমাদের ৬০ লক্ষের বিশাল বাহিনী প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে -তেঁতুলিয়ায় আনসার ও ভিডিপির মহাপরিচালক

আফগানিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫০

রমজানের এক মাস আগেই বীরগঞ্জের বাজারে বেড়েছে প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম