চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্য করেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র জাতীয় পর্যায়ের মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লী গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দাল। এরই প্রতিবাদে দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল ১৭ জুন শুক্রবার বাদ জুম’আ ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এসময় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলীবাজার জামে মসজিদ, মোল্লাপাড়া জামে মসজিদ, শাহ্পাড়া জামে মসজিদ, আলোকডিহি ইউনিয়নের বেকিপুরবাজার জামে মসজিদ, নশরতপুর ইউনিয়নের কলেজ মোড় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল বের করে মুসল্লিরা। মুসল্লিরা দশমাইল-সৈয়দপুর মহাসড়কের রানীরবন্দর থেকে চম্পাতলীবাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। শেষে খন্ড খন্ড মিছিল সমবেত হয় আলোকডিহি ইউনিয়নের বেকিপুলবাজারে। সেখানে সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন জামে মসজিদের খতিবরা।
এসময় বক্তারা বলেন,‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার সহধর্মিনী আয়েশা সিদ্দিকা (রা.) বিরুদ্ধে কটুক্তি করা ইসলামের দুশমন। মহানবীকে নিয়ে কটুক্তিকারী ভারতের বিজেপি নেতাদের শাস্তির দাবি জানাচ্ছি। সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ এবং ভারতকে কটুক্তিকারীদের শাস্তির দাবি জানান।