দিনাজপুরে তিনব্যাপী শুরু হওয়া পিঠা উৎসবে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষের উপচে পড়া ভীড় লক্ষনীয়। বাঙালী ঐতিহ্যকে ধরে রাখতে উদ্যোক্তাদের ফেসবুক গ্রæপ এই মেলার আয়োজন করেছে।
আর বাঙালির লোকজ ইতিহাস-ঐতিহ্যে ও নান্দনিক সংস্কৃতির অন্যতম উপকরণ পিঠা-পুলি। পিঠা-পার্বণের এ আনন্দ ও ঐতিহ্যকে সকলের মাঝে ছড়িয়ে দিয়ে উৎসবের আমেজ বয়ে আনতেই মুলত এ আয়োজন বললেন আয়োজকরা।
হরেক রকম পিঠাপুলি ও মুখরোচক খাবারের প্রদর্শনী নিয়ে মেলায় স্থান পেয়েছে ১৯টি স্টল। উদ্বোধনের পর থেকেই নানান বয়সী ক্রেতা ও দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে দিনাজপুর শিল্পকলা মাঠ প্রাঙ্গন। উৎসব চলে প্রতিদিন দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত। তবে শুক্রবার ছিল জমজমাট মেলা প্রাঙ্গন। দাড়ানোর জায়গা ঠিল না মাঠ প্রাঙ্গন। এ অবসস্থা দেখে আগামীতে আরও বড় পরিসরে এই মেলার আয়োজন করবেন বলে জানান মেলার আয়োজক ফেসবুক গ্রæপ “হ্যাভেনলী টাচ” এর এডমিন সাদিয়া খান।
দিনাজপুরে শিল্পকলা একাডেমি চত্বরে গত বৃহস্পতিবার সন্ধায় ফেসবুক গ্রæপ “হ্যাভেনলী টাচ”এর আয়োজনে শুরু হয়েছে ৩দিন ব্যাপী এই পিঠা উৎসব।
মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। “হ্যাভেনলী টাচ” এর এডমিন সাদিয়া খানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন আরা পারভীন প্রমুখ।