বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছেন বীরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (১৭ জুন) দুপুরে উপজেলার শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান মতি বীরগঞ্জ থানা পুলিশ কে লাশের বিষয়টি অবগত করলে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমনের নেতৃত্বে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার সহ সঙ্গীয় পুলিশ ফোর্স শতগ্রাম ইউনিয়নের রাংঙ্গালীপাড়া ক্যানালের ডাবুরীর ভাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন।
লাশের পরিচয় এখনও পাওয়া যায়নি।