ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল ও সামাবেশ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের চৌরাস্তা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, পৌর আওয়ামীলীগের সভাপতি একরামুল হক, স্বেচ্চাসেবকলীগের সভাপতি নাজমুল হুদা শাহ এ্যাপোলো, যুবলীগের সভাপতি আব্দুল মাজেদ আপেলসহ প্রমুখ।
সমাবেশে বক্তাগণ ঘটনার সাথে জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।