সোমবার , ১৮ ডিসেম্বর ২০২৩ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জনগণ নৌকায় ভোট দেয় বলেই উন্নয়নশীল মর্যাদা পেয়েছে বাংলাদেশ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১৮, ২০২৩ ৭:২৯ অপরাহ্ণ

বিকাশ ঘোষ ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ (নৌকা মার্কা) মনোনীত প্রার্থী মনোরঞ্জন শীল গোপাল এমপি বলেছেন, জনগণ নৌকায় ভোট দেয় বলেই দেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। নৌকা স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে, এই নৌকাই দেবে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ। যার ফলে ‘আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট সরকার হবে, স্মার্ট অর্থনীতি হবে, স্মার্ট সমাজ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন পূরণ করে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মানে নৌকা মার্কার বিকল্প নাই।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন নৌকা মার্কা প্রতীক বরাদ্দ পেয়ে সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) বিকেলে বীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী পথসভায় মনোরঞ্জন শীল গোপাল এমপি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নৌকার কোন বিকল্প নেই। এবারও দেশের মানুষ নৌকায় ভোট দিতে তৈরি হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বি। এদেশের মানুষ মনে করে শেখ হাসিনার বিকল্প কেউ নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। আমাদের এগিয়ে যেতে হলে, উন্নত ও আলোকিত বাংলাদেশ পেতে হলে শেখ হাসিনাকে বারবার প্রয়োজন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল হক সবুজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালি পদ রায়, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. নুর ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ আমজদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মো. শামীম ফিরোজ আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পিসহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
পথসভাটি পরিচালনা করেন ভোগনগর ইউপি চেয়ারম্যান মো. রাজিউর রহমান রাজু।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত