বুধবার , ২২ জুন ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাট্য সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা অবিভক্ত বাংলার ঐতিহ্যবাহী নাট্য প্রতিষ্ঠান নাট্য সমিতি গৌরবের ১০৯ বছর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২২, ২০২২ ৭:৫৫ অপরাহ্ণ

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ও অবিভক্ত বাংলার প্রাচীন প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতির ১০৯ বছর পেরিয়ে ১১০ এ পদার্পণ করে নিজস্ব গৌরবে এগিয়ে চলছে নাট্য সংগঠন, নাট্য অভিনেতা ও নাট্য পিপাসু দিনাজপুরের দর্শকদের সহযোগিতায়।
গত মঙ্গলবার রাতে প্রবীন সাংবাদিক ও বসুন্ধরা মিডিয়া এ্যাওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী নাট্য সমিতির সভাপতি এবং দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্ত ঘোষের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু। আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মানীত অতিথি নাগরিক উদ্যোগ দিনাজপুরের সভাপতি আবুল কালাম আজাদ, নবরূপীর সাধারন সম্পাদক একেএম মেহেরুল্লাহ বাদল, আদর্শ কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ানুল হক টিটো, দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মীন-আরা পারভীন ডালিয়া, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক তারেকুজ্জামান তারেক। কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি সহিদুল ইসলাম শহিদুল্লাহ, আসাদুল্লাহ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আউয়াল খোকা, শেখ ছগীর আহমেদ কমল, নাট্যাধ্যক্ষ তরিকুল আলম, নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল, আব্দুল হান্নান চৌধুরী, বৈকালী নাট্যগোষ্ঠীর সাধারন সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু, সাংস্কৃতিক সম্পাদক নজরুল ইসলাম, নাট্য সমিতির গ্রন্থাগার মীর শিরিন। বক্তারা বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের বিকাশ ঘটাতে দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রাচীন নাট্য প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি গৌরব ও তার ঐতিহ্য রক্ষা করে এগিয়ে চলছে। নাট্যচর্চা ও নাট্যশিল্পী সৃষ্টিতে নাট্য সমিতি সুতিকাগার হিসেবে অবদান রাখছে। ১০৯ বছরে আমাদের অর্জন হয়েছে অনেক। ভাষা আন্দোলন, স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধে নাট্য সমিতির শিল্পীদের যথেষ্ট অবদান রয়েছে। এই ঐতিহ্যবাহী নাট্য সমিতির অগ্রযাত্রা হাজার হাজার বছরে এগিয়ে নিয়ে যাবে তার জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গাজীপুরে সাংবাদিক তুহিন হ/ত্যা: হরিপুরে নিন্দা ও বিচার দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে রাস্তার ধারে জরাজীর্ণ ঘরে দিন কাটে মা-মেয়ে

পঞ্চগড়-১ আসনে জাপার দুই প্রার্থী থাকায় কাউকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি পঞ্চগড়ের দু’টি আসনে ১২জন প্রার্থীর মধ্যে ১০ জনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে

দিনাজপুরের সাংবাদিকরা মানববন্ধন করেছে

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভূক্তিকরণসহ ১১দফা দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

কাহারোলে আগামী ২২ ডিসেম্বর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসছেন

অলৌকিকভাবে বেঁচে গেল ২ বছরের শিশু

বীরগঞ্জে বাল্যবিবাহ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে আধুনিক ডাক বাংলো ভবন উদ্বোধন

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা মীর কাশেম লালু আহত