বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতা মীর কাশেম লালু (৫৫)আহত হয়েছেন।মীর কাশেম লালু উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং বীরগঞ্জ সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি।স্থানীয়রা জানান,উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া বাজার হতে মোটরসাইল যোগে পৌর শহরের নিজবাড়ী ফিরছিলেন মীর কাশেম লালু। হাবলুহাট নামস্থানে সড়কের পাশে গাছ কাটার কাজ চলছিল। গাছ কাটার কাজে ব্যবহৃত রশিতে তিনি আটকে গিয়ে মাটিতে পড়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।সংবাদ পেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাকারিয়ার জাকা, উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, পৌর মেয়র মো. মোশারফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মো. রাজিউর রহমান রাজু, শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সরকার, আবুল খাইর, সাংবাদিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ হাসাপাতালে ছুটে আসেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মনোয়ারুল ইসলাম জানান, মাটিতে পড়ে গিয়ে শরীরের বেশ কিছু জায়গায় আঘাত পেয়েছে এবং বাম পা ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য উনাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।