বুধবার , ২২ জুন ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে পৃথক ঘটনায় ধর্ষণ অভিযোগে ২জন গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২২, ২০২২ ৮:০৪ অপরাহ্ণ

ঘোড়াঘাট প্রতিনিধি \দিনাজপুরের ঘোড়াঘাটে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে(১৬) ধর্ষণ অভিযোগে ফুল মিয়া নামে একজনকে অপর এক ঘটনায় গৃহবধূকে ধর্ষণ মামলার পলাতক আসামি গোলবাহার শেখ নামে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ফুল মিয়া(৫৭) ঘোড়াঘাট পৌর এলাকার চককাঁঠাল গ্রামের মৃত মিন্নত মিয়ার ছেলে। অপরজন গোলবাহার শেখ (৫৮) একই উপজেলার সিংড়া ইউপির সাতপাড়া গ্রামের মৃত কোমর উদ্দিন শেখের ছেলে।
গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করে গতকাল বুধবার সকালে দিনাজপুর আদালতে এবং প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ঘটনায় ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুল ইসলাম।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মমিনুল ইসলাম মামলার উদ্ধৃতি দিয়ে জানান, আটক ফুল মিয়া ওই বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীর বাড়িতে গরুর রাখাল হিসেবে কাজ করত। মঙ্গলবার দুপুরে বাড়িতে একা পেয়ে বাড়ির দরজা বন্ধ করে কিশোরীকে ধর্ষণ করে। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর কিশোরীর চাচি বাড়িতে ফেরেন এবং ভাতিজির আচরণ অস্বাভাবিক মনে হওয়ায় সিসিটিভির ফুটেজে ধর্ষণের বিষয়টি জানা যায়। এ ঘটনায় কিশোরীর বাবা থানায় মামলা করেন।
অপরদিকে, কয়েকমাস আগে একই উপজেলায় গোলবাহার শেখ নামে ওই ব্যক্তির বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরে ওই নারী অন্তঃসত্ত¡া হয়ে পড়েন। পরে তিনি বাদী হয়ে গত ৯ মে দিনাজপুরের আদালতে গোলবাহারের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আসামি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।

সর্বশেষ - ঠাকুরগাঁও