স্টাফ রিপোর্টার ।। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় সোমবার নতুন করে ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আক্রান্ত ব্যক্তিরা হলেন পৌর শহরের রঘুনাথপুর ৩-ওয়ার্ডের ওয়ালিউর রহমান ও চাপাপাড়া কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আসাদুজ্জামান ।
পীরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে প্রথম শনাক্ত হয় মার্চ/২০ মাসের ১১ তারিখে। প্রথম শনাক্ত থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কোভিড (১৯)- এর সর্বমোট নমুনা সংগ্রহ করা হয় ৬৯৮ জনের। পরীক্ষা করা হয় ৬৯৫ জনের। এদের মধ্যে আক্রান্ত হন ১২২, মৃত্যু হয় ৪ জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১১২ জন, চিকিৎসাধীন আছেন ৬ জন।