বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছোট সেনামণীদের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা শিক্ষা অফিসারের আয়োজনে বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট -২০২২ উপজেলা পর্যায়ে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেন, প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি প্রতিটি খেলায় অংশগ্রহন করে দেশের সুনাম অর্জন করতে হবে। আজ সারা দেশে সাকিবকে যেমন জেনে এবং জানে তোমাদেরকেও সেই ভাবে তৈরি হতে হবে। এসময় উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার খাইরুন নাহার, গীতা রানী সরকার, পরিতোষ সরকার, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ এনামুল ইসলাম,বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ১২টি বিদ্যালয়ের শিক্ষকরা এ খেলায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১২টি ছেলের দল ও ১২টি মেয়ের দল অংশ গ্রহন করেন।