মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে সাতোর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক ইছাহাক নির্বাচিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৮, ২০২২ ৪:০২ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুর-১ (বীরগঞ্জ -কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতার পরিচয় প্রকাশ পেয়েছে। বিশ্ববাসী জেনেছে বাংলাদেশ পারে। নিজেদের অর্থায়নে তৈরি হয়েছে আজকের পদ্মা সেতু যে সেতু ঘিরে আজ শুধু সম্ভাবনা। যে সেতুর কারনে অর্থনীতি আরো বেগবান হবে। দক্ষিন অঞ্চলের মানুষ নতুন করে শক্তি পাবে। কারণ বাংলাদেশের নেতৃত্বে আছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বিশ্বের নিকট একটি রোল মডেল নামে পরিচিত হলো আবারও। তিনি বলেন, পদ্মা সেতু মানে শুধু একটি সেতু না। বিরোধী ও কুচক্রীদের উচিত জবাবের অস্ত্র। সকল কুচক্র রুখে দিয়ে শেখ হাসিনা প্রমান করেছেন যে আমরা পারি।
সোমবার (২৭ জুন২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগ ৯নং সাতোর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাউন্সিলের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয়, সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলের উদ্বোধক আলহাজ্ব জাকারিয়া জাকা।
ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. দধিনাথ রায় এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম শেখ। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবু হুসাইন বিপু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সরকার, আবুল খাইয়ের, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, শ্রম বিষয়ক সম্পাদক দেবেন কুমার সরকার, ত্রান ও দুরযোগ বিষয়ক সম্পাদক ইশ্বর চন্দ্র রায়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হাসান জুয়েল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রতন ঘোষ পীযূষ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুয়াইস সাঈদসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় একই জায়গায় কাউন্সিলে দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য ২শ ৪৫ ভোটারের মধ্যে ২শ ৪০জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১১ টায় ফলাফল ঘোষণা করেন সাবেক সাংসদ আব্দুল হক সবুজ। এতে ভোট পেয়ে সভাপতি বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক সাতোর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম শেখ ১৫৩ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি সাতোর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. দধিনাথ রায় পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে সাতোর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইছাহাক আলী ১১৩ ভোট পেয়ে ভোটে নির্বাচিত হয়েছে। এবং তার তার নিকটতম প্রতিদ্বন্দি সাতোর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি সাধন কুমার ঘোষ পেয়েছেন ১১১ ভোট। সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নিতে খুব শীঘ্রই ৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠন করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে নিরাপদ খাবার তৈরী ও পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের প্রশিক্ষন

হরিপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে কুটুক্তির প্রতিবাদে ফুলবাড়ীতে ধর্মপ্রান মুসল্লিদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে হ্যাজাক লাইট প্রায় বিলুপ্তির পথে

রাণীশংকৈলে ওয়ার্কাস পার্টির নির্বাচনী কর্মীসভা

বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি : মুজিববর্ষে কোটি টাকা পাচ্ছে দরিদ্র মেধাবী ১৭ শিক্ষার্থী

রাণীশংকৈলে পেঁয়াজের কেজি ৯০ টাকা

স্বামীর লাশ দেখতে গিয়ে নির্যাতনের শিকার গৃহবধ‚ ——- চিকিৎসা সহায়তায় পাশ্বে দাঁড়ালো এমকেপি

বোচাগঞ্জে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পীরগঞ্জে সামাজিক সম্প্রীতি বিষয়ে সমাবেশ