বৃহস্পতিবার , ১২ জানুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ওষুধ দিয়ে স্বর্ণালংকারসহ মালামাল চুরি \ মালামালসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১২, ২০২৩ ২:১৯ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে টিউবওয়েলের পানিতে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে বাড়ির স্বর্ণালংকার, নগদ টাকাসহ মালামাল লুটের ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ অপরাধী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পঞ্চগড় সদর উপজেলার কমলাপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আজিজুল ইসলাম, একই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মো. রুবেল, কাশিমপুর গ্রামের আমিরুদ্দিনের ছেলে আব্দুল জব্বার, ভিতরগড় কমলাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আক্তারুজ্জামান ও গড়িনাবাড়ী ইউনিয়নের ব্যাংমারী গ্রামের নরেন বর্মনের ছেলে চন্দন বর্মন। তাদের কাছ থেকে চুরি যাওয়া ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা ও অন্যান্য মালামালসহ চুরির কাজের সাথে জড়িত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৭ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় পূর্বপাড়া গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে জাহেদুর রহমানের বাড়িতে টিউবওয়েলের চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মালামাল চুরি হয়। এ ঘটনায় জাহেদুর রহমান পঞ্চগড় থানায় একটি এজাহার করেন। মামলার তদন্তকালে তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের মাধ্যমে গত ৮ জানুয়ারি আসামী আজিজুল ইসলাম ও রুবেলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি কাজে ব্যবহৃত দুইটি মোবাইল সেট ও টাকা উদ্ধার করা হয়। ওই দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের দেয়া তথ্য মতে গত মঙ্গলবার ঘটনার সাথে জড়িত অপর আসামী আব্দুল জব্বার ও আক্তারুজ্জামানকে বোদা, ঠাকুরগাঁও, খানসামা ও বীরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পরে চারজনের দেয়া তথ্য মতে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ব্যাংমারী এলাকা থেকে অপর আসামী চন্দনকে গ্রেফতার করে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ মিঞা জানান, গ্রেফতারকৃতরা আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে তেল চুরিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে। তাদের গ্রেফতার করার পর চুরি যাওয়া স্বর্ণালংকারসহ ৪ লাখ ৭০ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আটক ৫ জনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলোর মুখ দেখেনি বায়োমেট্রিক মেশিন, অপচয়ের পথে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকা

বোদায় আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সা¤প্রদায়িকতার ঘৃণ্য আবর্তে শিক্ষক নির্যাতন জাতির জন্য কলঙ্কময়-এমপি গোপাল

ঠাকুরগাঁও বিএনপির সংবাদ সম্মেলন ভোট প্রদানে বাঁধা, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগে ফলাফল প্রত্যাখান বিএনপির

হরিপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর

ইউক্রেন যুদ্ধ : পুতিন বনাম বাইডেন কে এগিয়ে ?

ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মানুষের পাশে পুণাক !

প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে  -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

অনিয়ম বন্ধে বালিয়াডাঙ্গীতে অ্যাপে ধান কেনার উদ্যোগ

অনিয়ম বন্ধে বালিয়াডাঙ্গীতে অ্যাপে ধান কেনার উদ্যোগ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর