দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ জুলাই শনিবার দিনাজপুর সদর উপজেলার প্রধান কার্যালয় প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন। বক্তব্য রাখেন দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সাদাকাতুল বারী সাদা, সহ-সাধারন সম্পাদক খালেক ইসলাম বিপ্লব, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফ, বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মানিকুল ইসলাম মানিক প্রমুখ।
সাধারন সভায় সাদাকাতুল বারী সাদা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন শ্রমিকদের যে কোন দাবী আদায়ে শ্রমিক ইউনিয়ন পাশে রয়েছে। সততা ও নিষ্ঠার সাথে শ্রমিকদের দায়িত্ব পালন করতে হবে। শ্রমিক নেতা মানিকুল ইসলাম মানিক ঐক্যবদ্ধ শ্রমিকরাই অধিকার আদায়ে সফল হয় বলে উল্লেখ করেন। সাধারন সভায় প্রায় শতাধিক শ্রমিক অংশগ্রহন করেন। সাধারন সভার পুর্বে বোচাগঞ্জ থানা শ্রমকল্যাণ উপ-কমিটির সাধারন সম্পাদক মানিকুল ইসলাম মানিকের নেতৃত্বে শ্রমিকদের নিয়ে একটি বর্নাঢ্য র্যালী শহর প্রদক্ষিণ করে।