র্যাব-১২ সিরাজগঞ্জ এর আওতায় বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ ফেব্রুয়ারি দুপুর বগুড়া জেলার গাবতলী থানাধীন চন্দনবাইশা রোড, পাঁচমাইল বাজারস্থ শ্রী হারানু কামার এর দোকানের সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ২৯৩ বোতল ফেন্সিডিল ও ০১ টি মোটরসাইকেলসহ জাহিদ হাসান নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত জাহিদ হাসান (২৩),ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।