বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। শত কর্মব্যস্ততার মধ্যেও মানুষ একটু বিনোদনের জন্য পরিবার পরিজন নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। আবার অনেকেই বিনোদনের খোঁজে দেশের একপান্ত থেকে অন্যপ্রান্তে ঘুরে বেড়ান। তাই বিনোদন প্রেমী মানুষের একটু বিনোদনের চাহিদা মেটাতে দিনাজপুরে বোচাগঞ্জ উপজেলার দৌলতপুরে সায়মা পারভেজ রিসোর্ট অনেকেরই দৃষ্টি কেড়েছে। তাই উদ্বোধনের পর থেকেই এই নতুন রিসোর্টটি বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত। ইতিমধ্যে অনেকেরই দৃষ্টি কড়েছে সায়মা পারভেজ রিসোর্ট।
সেতাবগঞ্জ-পীরগঞ্জ সড়কের পাশের্^ই দৌলতপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নে অবস্থিত এই রিসোর্ট বোচাগঞ্জ উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র। এই রিসোর্টে শিশুদের জন্য বিভিন্ন রাইড, সুইমিংপুল, স্প্রিড বোর্ড, পেডেল বোর্ড, ভাসমান ঝর্ণা সহ বিভিন্ন আকর্ষনীয় সাজে সজ্জিত করন করা হয়েছে। রিসোর্টে প্রবেশ মূল ২০ টাকা, বিভিন্ন রাইডে উঠতে নির্ধিরিত মূল্য রয়েছে- এছাড়াও পিকনিক, পার্টির ব্যবস্থা রয়েছে।
রিসোর্টের স্বত্বাধিকারী মোঃ সাদরুল পারভেজ জানান, এলাকার সর্বস্তরের মানুষের বিনোদনের কথা চিন্তা করেই তিনি প্রায় ১০ একর জায়গা জুড়ে সায়মা পারভেজ রিসোর্ট চালু করেছেন। প্রতিদিন আশপাশের মানুষ সহ দুর দুরান্ত থেকে অসংখ্যা মানুষ রিসোর্টে বেড়াতে আসছেন। ভবিষ্যতে তিনি এই রিসোর্টটিকে আরো আধুনিকায়ন ও নতুন নতুন রাইড সংযোজন করবেন বলে জানান।