বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে অাজ শনিবার বিকেলে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আফছার আলী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নঈমউদ্দীন শাহ, শাহনেওয়াজ, সমীর রঞ্জন ধর, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, সাংগঠনিক সম্পাদক সুকমল রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জাকারিয়া, বলেন চন্দ্র রায়, যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আশরাফ আলী তুহিন, ছাত্রলীগের সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ঈশান প্রমুখ। এসময় সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, সাবেক মেয়র আব্দুস সবুর, সহ-সভাপতি মোঃ জাকিউর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক অাবু তাহের মোঃ মামুন, মোঃ শামীম অাজাদ, দপ্তর সম্পাদক এম বিল্লাহ জুয়েল, ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন বিপুল উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।