দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ জুলাই বুধবার দিনাজপুর সদরের রাজারামপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলনের শুভ সুচনা করা হয়। এর পর বেলুন উড়িয়ে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন উদ্বোধক দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। প্রধান বক্তা ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম।
৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মুনীরউদ্দীন-এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, নির্বাহী সদস্য আজগার আলী। এ ছাড়াও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইফুদ্দিন আকতার, হাসেম আলী তালুকদার, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ জহরুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ, এহসানুল এনাম সরকার প্রমুখ। এ ছাড়াও আওয়ামীলীগের অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রথম অধিবেশনে বর্তমান কমিটিকে বিলপ্ত ঘোষনা করে অনুষ্ঠানের উদ্বোধক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার। ২য় অধিবেশনে কোন প্রতিদ্বন্ডী না থাকায় পুনরায় শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মুনীরউদ্দীন ও সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।