সোমবার , ১ আগস্ট ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

এমপি শিবলী সাদিকসহ তার চাচা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সংবাদ প্রচারের প্রতিবাদে আদিবাসীদের সংবাদ সম্মেলন ও মানববন্ধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ৮:১১ অপরাহ্ণ

দিনাজপুর-৬ সংসদীয় আসনের এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনসহ অনুগতদের বিরুদ্ধে জমি দখল নিয়ে গত শনিবার আদিবাসীদের করা সংবাদ সম্মেলনটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বলে অভিযোগ করেন স্থানীয় আদিবাসী নেতৃবৃন্দ।
গতকাল সোমবার দুপুরে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আদিবাসী নেতৃবৃন্দ এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলন শেষে এমপি শিবলী সাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কয়েকশ আদিবাসী দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় আদিবাসী নেতা শ্যামল মার্ডি। এসময় দিনাজপুর-৬ আসন এলাকার বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ, এমপি শিবলী সাদিকের ব্যক্তিগত সহকারী শ্রীমন এস সরেন, আদিবাসী সালেমান মার্ডিসহ কয়েক শ মানুষ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং জেলা আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ঘোষণা দেওয়ায় পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিপক্ষরা ছয়জন আদিবাসীকে দিয়ে এমপি শিবলী সাদিককে জড়িয়ে গত শনিবার সংবাদ সম্মেলন করায়। এমপি শিবলী সাদিকের পরিবার সম্প্রতি প্রায় ৫০ কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করছেন, নিজস্ব জায়গায় একক প্রচেষ্টায় আফতাবগঞ্জ হাট, দুটি কলেজ, হাইস্কুল, গালর্সস্কুল, প্রাথমিক বিদ্যালয়, মাদরাসা, হাসপাতাল, পুলিশ ফাঁড়ি, ইউনিয়ন পরিষদ ভবন ও ফরেস্ট অফিস স্থাপন করতে পারেন। আজ তাদেরকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার নীল নকশায় মেতে উঠেছেন দিনাজপুরের রাজনৈতিক অঙ্গনের একটি অংশ।
সংবাদ সম্মেলনের পর দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আদিবাসীরা এমপি শিবলী সাদিক ও তার চাচা স্বপ্নপুরীর মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেন। এ মানববন্ধনে দিনাজপুর-৬ আসন এলাকার আদিবাসী নারী-পুরুষ অংশ নেয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামল মার্ডি, বিমল সরেন, বাদল তিগ্যা, সলেমান মার্ডি প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সাপের পাতা খেলায় মাতলো হাজার হাজার দর্শক

হরিপুরে আওয়ামী লীগের বর্ধিত সভা

দিনাজপুরে ৬ দফা দাবিতে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ২ পক্ষের সংঘর্ষে আহত মৎস্যজীবী লীগ নেতার মৃত্যু ! ইউপি চেয়ারম্যান সহ ২০ জনের বিরুদ্ধে মামলা !

ধর্ষণের চেষ্টা ও ভাংচুরের মামলায় আটক -১

দু’দেশের সীমান্ত রক্ষায় বাংলাবান্ধায় সেক্টর পর্যায়ে বিজিবি-বিএসএফের সমন্বয় সভা

বীরগঞ্জে সার্ভিস ডেক্স ও গৃহ হস্তান্তরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের উদ্ভোধন

১২ বছর আগে শিবির কর্মী নিহতের ঘটনায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ ৩৯ জনের নামে মামলা

বীরগঞ্জে “এক্স-পাইলটিয়ান সার্কেল টুর্ণামেন্ট-২০২৩” সিজন-৪ ফাইনাল