সোমবার , ১১ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১১, ২০২২ ৯:১২ পূর্বাহ্ণ

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। ঈদের দিন ১০ জুলাই রাত সাড়ে আটটার সময় উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া জামুরিবাড়ী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বৃদ্ধ ওই গ্রামের জনৈক মৃতঃ লক্ষীকান্ত বর্মনের পুত্র নিকান চন্দ্র বর্মন। পাশাপাশি তিনি রসেয়া নাম হট্ট বিষ্ণু মন্দিরের পুজারীর দায়িত্ব পালন করে আসছিলেন এবং দুর্ঘটনার দিন চলমান তাপদাহের মধ্যেও একাদশী ব্রত পালন করছিলেন। এলাকাবাসী সুত্রে জানা গেছে, খালি পায়ে ওই বৃদ্ধ তাঁর পুরাতন বাড়িতে বাতির সুইস দিতে গিয়ে অসাবধানতা বসত সুইস বোর্ডে জড়িয়ে পড়েন। পরিবারের লোকজন দীর্ঘসময় বৃদ্ধকে দেখতে না পেয়ে ঘরের ভেতর থেকে মেইন সুইস বন্ধ করে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরেন বর্মনকে মৃতঃ ঘোষণা করেন। রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু জাহেদ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত