দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটে মালবোঝাই ট্রাকের চাপায় সালেহা বেগম নামে এক নারী গৃহকর্মী নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাটের বিরাহীমপুর গ্রামের গুচ্ছগ্রাম এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত গৃহকর্মী সালেহা বেগম (৬৭) দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউপির বিরাহীমপুর গ্রামের মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ জানায়, ঘোড়াঘাটের রানীগঞ্জ গোহাটের পিছনে স্কুল শিক্ষক কালাম মিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন সালেহা বেগম। প্রতিদিনের মতো শুক্রবার সকালে নিজ বাড়ি গুচ্ছগ্রাম থেকে ওই মহাসড়ক দিয়ে কাজ করার জন্য যাচ্ছিলেন। এসময় বিপরীত মুখ থেকে আসা মালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এর সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, এ ঘটনায় ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করা হয়েচে।