বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের ধাক্কায়
চাঁদ মিয়া নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত চাঁদ মিয়া (৬৮) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। বুধবার (২ আগষ্ট-২০২৩) বিকেলে উপজেলার সাতোর ইউপির ২৮ মাইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে,চাঁদ মিয়া বাড়ি থেকে সবজি নিয়ে বিক্রেয়ের উদ্দেশ্য বিকেল ৪টার দিকে ২৮ মাইল বাজারে আসছিলেন। রাস্তা পাপর সময় বিপরীত থেকে ধেয়ে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে আটককৃত ট্রাক ও মৃতদে রোড হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত চাঁদ মিয়া কানের সমস্যার কারণে দুর্ঘটনার শিকার হয়েছে। দুর্ঘটনার ঘটনায় বীরগঞ্জ থানা নিয়মিত মামাল হয়েছে।