শনিবার , ২৩ জুলাই ২০২২ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ২৩, ২০২২ ৬:১৮ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বালিয়াডাঙ্গীর চৌরঙ্গীতে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ২২ জুলাই শুক্রবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে চৌরঙ্গী সুজন একাদশ টিম ১-০ গোলে বাবু পাড়া টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চৌরঙ্গী বন্ধুমহলের আয়োজনে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়নের ৬নং– ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: দবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন, বিশেষ অতিথি বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামীম, বালিয়াডাঙ্গী স্বাধীন কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকির হোসেন মিলন, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী, বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের বিজ্ঞান ও তথ্য তথ্য প্রযুক্তি সম্পাদক জিল্লুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম, চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফিরোজ জামান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি সম্পাদক রুবেল আলম প্রমুখ। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যান্য সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন মো: সুজন আলী ও সুজন রানা। খেলা চলাকালীন মাঠের চারিদিকে দর্শক কানায় কানায় পরিপুর্ন ছিল। বিশেষ করে মহিলা দর্শক সকলের নজর কাড়ে। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমকে টিভি তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনালে প্রথমার্ধে কোন টিম গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে চৌরঙ্গী সুজন একাদশ টিম একটি গোল করে। পরবর্তিতে নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে খেলা শেষ হয়। উল্লেখ্য, টুর্নামেন্টে মোট ৮টি টিম অংশগ্রহন করে। টিমগুলো হলো:- ফাইনালের ২ টিম, উত্তর বালিয়াডাঙ্গী টিম, দোগাছি বারোঘরিয়া টিম, রহিমানপুর একাদশ, সনগাঁও একাদশ, ভেলারহাট একাদশ ও চাড়োল একাদশ। ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টের আয়োজনের প্রত্যয় ব্যস্ত করেন আয়োজকেরা। এ জাতীয় টুর্নামেন্ট আয়োজনে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন অতিথিরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

ঠাকুরগাঁওয়ে অতি দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

কাহারােলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী মেলা

বড়পুকুরিয়ায় ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন

বীরগঞ্জে কালব এর বিটিসিইউ-র ব্যবস্থাপনা কমিটির নির্বাচন

পীরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু

পীরগঞ্জে করোনা প্রতিরোধে মাঠে নেমেছে আওয়ামীলীগ

শাহ্্জাহান শাহ্্ নাট্যোৎসবে রংপুর নাট্যকেন্দ্রের রংপুর অঞ্চলের সংস্কৃতি “নিল ললিতার গীত” মঞ্চস্থ

শাহ্্জাহান শাহ্্ নাট্যোৎসবে রংপুর নাট্যকেন্দ্রের রংপুর অঞ্চলের সংস্কৃতি “নিল ললিতার গীত” মঞ্চস্থ

তেঁতুলিয়ায় দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড চলতি শীত মৌসুমে

বীরগঞ্জে “ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায়ের ধারাবাহিকতা ” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে দলিত ও আদিবাসীদের মতবিনিময় সভা