বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃগতকাল শনিবার দুপুরে কাহারোল উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসন প্রানিসম্পদ, ভেটেরিনারী হাসপাতালের সহযােগিতায় প্রাণিসম্পদ ডেইরী সম্পদ উন্নয়ন প্রকল্প ( এলডিডিপি ) প্রানিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের নির্দেশনায় দিনাজপুরের কাহারােল উপজেলা পরিষদ চত্বরে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী মেলা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে কাহারােল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কাহারােল উপজেলা পরিষদ চেয়রম্যান বীরমুক্তিযোদ্ধা মােঃ আব্দুল মালেক সরকার , উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মােহাম্মদ শফিউল আজম , উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক , কাহারােল থানা অফিসার ইনচার্জ মােঃ ফেরদৌস আলী। স্বাগত বক্তব্য রাখেন , উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মােঃ রায়হান আলী।প্রদর্শনীতে ৩৪ টি গরু , মহিষ , ঘােড়া , ছাগল সহ বিভিন্ন প্রজাতির প্রাণির ষ্টোল রয়েছে । অনুষ্ঠানটি পরিচালনা করেন , ডাঃ মােঃ দিদারুল আহসান।