বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে শিশুর প্রতি শারীরিক সহিংসতা প্রতিরোধে ও“হান্ড্রেড হিরোজ” নামক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই -২০২২) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ- এর বীরগঞ্জ এপির আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপির প্রোগ্রম অফিসার সতীশ চন্দ্র রায় সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগের সিনিয়র প্রভাষক সাইয়েদা জাকিয়া রহমান, সমাজ বিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক- খাজা রাহেলা আক্তার,সমাজ বিজ্ঞান বিভাগের জান্নাতুল ফেরদৌস, ইংরেজী বিভাগের আল-মামুন,সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মনোয়ার আহম্মেদ সিদ্দিকী। উক্ত বীরগঞ্জ সরকারি কলেজের ১০০ জন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কর্মশালায় বক্তারা বলেন, শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি ও শিশুর ভবিষ্যত উন্নয়নের অন্তরায় তাই এই ব্যাপারে বীরগঞ্জ সরকারি কলেজের ১০০ জন শিক্ষার্থী সামাজিক কর্মসূচীর মধ্য দিয়ে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে। শিশুর ভবিষ্যত উন্নয়নের জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকলের দায়বদ্ধতা রয়েছে বলে সকলে একমত প্রকাশ করেন। শিক্ষার্থীদের মাঝে শিশু সুরক্ষা, শিশুর প্রতি সহিংসতা ও সর্বোপরি তাদের অনুকূল পরিবেশ সৃষ্টিতে করণীয় শীর্ষক মনোমুগ্ধকর আলোচনা হয়। শিক্ষার্থীদের বক্তব্য মতে, তারা নিজ থেকেই এই আন্দোলন চালিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। শিক্ষার্থীরা ১০০ জন নয় বরং ১০০০ জন শিক্ষার্থী নিয়ে শিশুর প্রতি সহিংসতা রোধে আন্দোলন চালিয়ে যাবার জন্য মত প্রকাশ করেন। সবশেষে সামাজিক এই আন্দোলন ত্বরান্বিত করতে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয় যাতে প্রত্যেকে নিজেকে সঠিকভাবে তৈরি করতে পারে ও সমাজে অবদান রাখতে পারে।