বিকাশ ঘোষ,বীরগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি :দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় ১৭ মে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কাহারোল এপির আয়োজনে স্পন্সরশীপ প্রকল্পের ৯১ জন শিশুর পরিবারে মাঝে বিভিন্ন রকম সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এছারাও ১০ জন ক্ষুদ্র- ব্যাবসায়ী দরিদ্র পরিবারের মাঝে ব্যাবসায়ী পুজি মালামাল বিতরন করেন।কাহারোল উপজেলা শিশু সুরক্ষা পর্যবেক্ষণ কমিটির সভাপতি মোঃ রশিদুল ইসলাম টিপু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপকরন বিতরন করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মীর মোঃ আল কামাহ তমাল. কাহারোল উপজেলা পুজা উদজ্জাপন কমিটির সভাপতি রাজেন্দ্র দেবণাথ. ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কাহারোল এপির ম্যানেজার কুহু-হাগিদক.প্রোগ্রাম অফিসার মাড়িও তপন মন্ডল.বাপ্পী জয়ধর.মিদুল সহ অন্যান্য সহায়তাকারী বৃন্দ।এসময় প্রতিটি শিশুকে ১ টি ছাতা. ১ টি মশারী. ১৫ টি খাতা. ১০ টি কলম.১প্যাকেট রং প্যান্সিল. ৫ টি গোসলের সাবান. ৪ টি কাপর কাচা সাবান. দের কেজি ওয়াশিং পাউডার.২০ টি কাপরের মাক্স.২ বোতল সেনিটাইজার সহ ফ্যামিলি বিস্কুট ১ প্যাকেট দেওয়া হয়।