চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন-সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করেছেন। মানসম্মত শিক্ষার উপযোগী পরিবেশ তৈরি করতে অবকাঠামোগত উন্নয়ন করছেন। এ ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ শুরু করেছিলেন। তিনি সপরিবারে শহীদ হওয়ার পর তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করছেন। তাঁর নেতৃত্বে উন্নয়ন সারাদেশে ছড়িয়ে পড়েছে। গতকাল ২৭ জুলাই বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি আবুল হাসান মাহমুদ আলী এমপি আরো বলেন, প্রধানমন্ত্রীর সততা ও দেশপ্রেমের কারণে দেশ আজ এগিয়ে যাচ্ছে। তাঁর উন্নয়ন ভাবনা ও বাস্তবায়ন করার মানসিকতার ফলে তিনি বিশ্বনেত্রী হিসেবে বিবেচিত হয়েছেন। তাঁকে পরিপুর্ণভাবে সমর্থন দিয়ে তাঁর মার্কায় ভোট দিয়ে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচাজ (ওসি) মো. বজলুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, উপজেলা প্রকৌশলী ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোায়ার হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব জিয়াউল ইসলাম শুভ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহতাবউদ্দিন সরকার, মাদরাসা শিক্ষক সমিতির সম্পাদক অধ্যক্ষ মো. ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আজিমউদ্দিন গোলাপ, গোলাম আযম পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউর রহমান বুলু , সাধারণ সম্পাপদক তাপস কুমার রায় বর্মণ লিটন প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি দুপুর আড়াইটায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলনপূর্বক কেক কাটেন ও বক্তব্য রাখেন। বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা চত্ত¡রে জাতীয় ফলমেলা উদ্বোধন, ৫টায় উপজেলার ছোট হাশিমপুর রমন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত ৪র্থ তলা একাডেমিক ভবন উদ্বোধন, ৬টায় ২ কোটি টাকা ব্যয়ে ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন, সাড়ে ৬টায় নশরতপুর ইউনিয়ন আওয়ামীলীগের নবনির্মিত দলীয় অফিস উদ্বোধন ও পৌঁনে ৭টায় রাণীরবন্দরে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালের উদ্বোধন করেন।
সভায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।