শনিবার , ৩০ জুলাই ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হরিপুরে তালা ঝুলিয়ে ইউনিয়ন পরিষদ দখল নেয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরূদ্ধে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ৩০, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ

হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে তালা ঝুলিয়ে হরিপুর ইউনিয়ন পরিষদ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে।

জামাল উদ্দিন হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
শনিবার (৩০ জুলাই) বিকেলে হরিপুর ইউনিয়ন পরিষদে গিয়ে দেখাযায়, পরিষদ ভবনের প্রতিটি রুমে তালা ঝুলানো। পরিষদের সকল কর্মকর্তা কর্মচারীরা বাহিরে অবস্থান করছে, ঘুড়েযাচ্ছে সেবা নিতে আসা সাধারণ মানুষ। পরিষদ ভবনে তালাদেয়া থাকায় সকল প্রকার ইউপি সেবা বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করছে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার।

হরিপুর ইউনিয়ন পরিষদে দায়িত্বরত সচিব মিজানুর রহমান বলেন, পরিষদে তালাদেয়া থাকায় আমরা বাহিরে অবস্থান করছি। বিষয়টা দুঃখজনক। ইউপির স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। দোষিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার বলেন, ত্রিশ বছরের এই পরিষদের জমি তারা নিজেদের বলে দাবি করছে। যদিও এই দাবির কোনো ভিত্তি নেই। আগেরদিন শুক্রবার সকালে শিক্ষক জামাল উদ্দিনের নেতৃত্বে কিছু লোকজন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জড়ো হয়। স্কুলের পিয়ন নুরুল ইসলাম পরিষদ সহ আমাদের আরও আটটি দোকানে তালাদেন।

জানতে চাইলে হরিপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিয়ন নুরুল ইসলাম বলেন, আমাকে প্রধান শিক্ষক আদেশ করেছে। তাই আমি তালা লাগিয়েছি।তবে পরিষদে তালা লাগানোর আদেশ দেওয়ার বিষয়টি অস্বীকার করে প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, তারা অবৈধভাবে হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের জমিতে আছে। কিছু অন্যায়ের প্রতিরোধে অন্যায়ের আশ্রয় নিতে হয়। তাই আমি বেদখলে থাকা আটটি দোকানে তালা দিতে বলেছি। পরিষদে তালা দেয়ার নির্দেশ আমি দেইনি।

হরিপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা বহিৃ শিখা আশা বলেন, বিষয়টি নিয়ে আমার কাছে অভিযোগ এসেছে। প্রধান শিক্ষককে আমি তালাখুলে দিতে বলেছি। বিষয়টি দ্রুতই সমাধান করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে ক্যান্সার আক্রান্ত সোহরাবকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহোযোগিতা কামনা !

ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী বৈশাখী মেলাকে আবদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী লীগের নেতা শাকিল হত্যার ৪ আসামিকে ঢাকা থেকে বালিয়াডাঙ্গী থানায় নিয়ে আসা হয়েছে

হরিপুরে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হরিপুরের ফয়েজ

হাসান রাশেদের শাস্তি দাবিতে দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

আটোয়ারীতে পাট আঁশ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

নবগঠিত সেনুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোলানখুড়ী নাম পরিবর্তন করে সেনপাড়াঃ প্রতিবাদে মানববন্ধন।

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ডিবি পরিচয়ে ডা-কাতি