বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে নিয়ে আজ ১২ ডিসেম্বর, ২০২০ দেশব্যাপী উদযাপিত হচ্ছে “ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০”। সারাদেশের ন্যায় বোচাগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বক্তৃতা প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরনীর আয়োজন করা হয়। বোচাগঞ্জ ডিবেটিং ক্লাবের সভাপতি মাহাবুব আলমের সঞ্চালনায়, সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ছন্দা পাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র জনাব আব্দুস সবুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পুতুল রাণি রায় প্রমুখ ।