মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির ৫ নেতা কারাগারে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৩, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ  বিএনপির ৫ নেতা কারাগারে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ নাশকতার মামলায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার আসামিরা দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন–ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক সাদ্দাম খন্দকার, যুগ্ম-আহŸায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান ও পৌর বিএনপির সদস্য মিলন মিয়া। সবাই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর চাঁতাল থেকে বিএনপি-জামায়াতের তিন নেতা কর্মীকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের বাসিন্দা শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন, মামলা নম্বর-৯। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা–পুলিশ ১৫টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার রড ও ৩৫টি বাঁশের লাঠি উদ্ধার দেখায়।
ওই মামলায় মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার কয়েকজন উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদের অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার আরও দুই আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম ও রায়হান রোববার দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
একইদিন নাশকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘কোর্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি, ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ নাশকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী -মনোরঞ্জন শীল গোপাল এমপি

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা  রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা রাজার রাষ্টীয় মর্যাদায় দাফন

বোদায় সাড়ে ৩ শত বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে

বীরগঞ্জে তরুণীকে গণধর্ষণ মামলার অন্যতম আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে সরকারি গাছ কাটায় মামলা

বীরগঞ্জে পিকআপ ভ্যানের মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত১

বীরগঞ্জ সরকারি কলেজের নব নিযুক্ত অধ্যক্ষের সাথে এসএবিডির সৌজন্যে সাক্ষাৎ

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা

বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী আটক

বীরগঞ্জে ভূট্রা চুরির মিথ্যা অপবাদ দিয়ে প্রতিবন্ধী কে হত্যার অভিযোগ