মঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির ৫ নেতা কারাগারে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২৩, ২০২৪ ১২:০২ অপরাহ্ণ
নাশকতার মামলায় ঘোড়াঘাট পৌর মেয়রসহ  বিএনপির ৫ নেতা কারাগারে

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ নাশকতার মামলায় দিনাজপুরের ঘোড়াঘাট পৌর মেয়রসহ বিএনপির পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার আসামিরা দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন–ঘোড়াঘাট পৌরসভার মেয়র ও জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহŸায়ক সাদ্দাম খন্দকার, যুগ্ম-আহŸায়ক রায়হান মিয়া, উপজেলা ছাত্রদলের নেতা সোহেল প্রধান ও পৌর বিএনপির সদস্য মিলন মিয়া। সবাই নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
মামলা সূত্রে জানা যায়, গত দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বিএনপি নেতা মাহফুজার রহমান লাভলুর চাঁতাল থেকে বিএনপি-জামায়াতের তিন নেতা কর্মীকে আটক করে পুলিশ।
ওই ঘটনায় গত বছরের ১৬ অক্টোবর উপজেলার পালশা ইউনিয়নের পালশা গ্রামের বাসিন্দা শেখ বদিউজ্জামান (৫৪) বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা করেন, মামলা নম্বর-৯। মামলায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ ৪২ জনকে আসামি করা হয়। মামলায় থানা–পুলিশ ১৫টি ককটেল সাদৃশ্য বস্তুসহ ১০টি লোহার রড ও ৩৫টি বাঁশের লাঠি উদ্ধার দেখায়।
ওই মামলায় মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার কয়েকজন উচ্চ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত তাদের অস্থায়ী জামিন প্রদান করেন। অস্থায়ী জামিনের মেয়াদ শেষ হওয়ায় পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনসহ মামলার আরও দুই আসামি স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম ও রায়হান রোববার দিনাজপুরের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে তাদের জামিন আবেদন খারিজ করে দিয়ে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
একইদিন নাশকতার পৃথক আরেকটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে ঘোড়াঘাট পৌর বিএনপি নেতা মিলন মিয়া ও ছাত্রদল নেতা সোহেল প্রধান। আদালত তাদের জামিন আবেদনও খারিজ করে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ আজকের পত্রিকাকে মোবাইল ফোনে বলেন, ‘কোর্ট পুলিশ সূত্রে জানতে পেরেছি, ঘোড়াঘাট পৌরসভার মেয়রসহ নাশকতার পৃথক দুটি মামলার ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে বিজ্ঞ বিচারিক আদালত আসামিদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেছেন।’

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত

ব্যবসায়ী হরিপদ কুন্ডুকে আত্বহত্যায় প্ররোচিত করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন তার সহোদেের

ঘোড়াঘাটে দুস্থ ও শীতার্তদের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরন

আটোয়ারীতে উপজেলা আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

বোদায় নৌকাডুবির ঘটনার পর থেকেই খেয়াঘাট পারাপারে যাত্রীদের ভোগান্তি

দিনাজপুর রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভায় চেয়ারম্যান দেলওয়ার হোসেন অসহায় ও বিপন্ন মানুষকে বাঁচাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে

পঞ্চগড়ে অভিনব কায়দায় ভূট্টা ব্যবসায়ীর ট্রাক ছিনতাই উল্টো ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে পেঁয়াজ বীজের চাষ, দিন বদলের আশায় চাষিরা

ঐতিহাসিক কান্তজীউর মন্দিরে চলছে রাস মেলার প্রস্তুতি