সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর শুভ উদ্বোধন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ৬:৫৫ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে কেক কেটে এবং নানা আয়োজনের মধ্যদিয়ে সেচ্ছাসেবী সংগঠন জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড.একে, এম,মাসুদুল হক। পরে অত্র কলেজে হলরুমে উপজেলা জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভায় বিশিষ্ট সমাজসেবক সোহেল আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডায়াবেটিস ফুট এন্ড কেয়ার সেন্টার স্বত্বাধিকারী ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা.ডিসি রায়,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরিয়াস সাঈদ সরকার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন আলী, উপজেলা হিন্দু- বৌদ্ধ -খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর রাহা বাপ্পী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশনের সভাপতি নাঈম ইসলাম, সাধারণ সম্পাদক সুমন ইসলাম, চ্যানেল এস এর বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম শর্মা প্রমুখ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গঠন মূলক বক্তব্য রাখেন হাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায়। বক্তারা বলেন, রক্তের বিকল্প কেবল মাত্র রক্তই। অন্য কিছুর বিনিময়ে তা পূরনীয় নয়। জাগরণ ব্লাড ব্যাংক ফাউন্ডেশন স্থাপন করে আরো একটি মানবতার দৃষ্টান্ত রাখলেন। জাগরণ ব্লাড ব্যাংকের মাধ্যমে একদিকে মানবতার চর্চা করে আসহায় মানুষের উচ্চতায় আসীন হবে। মহতী প্রয়াসের প্রশংসা করে সবাইকে আন্তরিক হয়ে স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত